উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

স্টাফ রিপোর্টার: উল্টো রথ টানার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। চুয়াডাঙ্গায় শ্রী শ্রী জগন্নাথ নামহট্রের আয়োজনে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৫ এর সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জগন্নাথ দেবের রথের মধ্যে সকল ভক্তের চোখে মুখে ছিলো আনন্দ আর আনন্দ তাদের সকলের মুখে একটি ধনি ‘জয় জগন্নাথ’ চারিদিকে আরো ছিলো মায়েদের শঙ্ক, ঊলুর, কৃত্তন আর নৃত্য, শ্রী শ্রী জগন্নাথ নামহট্র, দৌলতদিয়ার দক্ষিণপাড়ার রথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার শ্রী শ্রী নিতাই গৌর চন্দ্র নামহট্টের পরিচালক শ্রীমান দ্বিনেশ্বর গদাধর দাস (দেবাশীষ চৌধুরী), জীবন নগর রায়পুরে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের পরিচালক শ্রীমান নরোত্তম নিমাই দাস (নরোত্তম বিশ্বাস), এ ছাড়া দর্শনা ও চুয়াডাঙ্গা স্থানীয় ভক্ত গন এবং অন্যান জায়গায় ভক্ত এই রথযাত্রায় উপস্থিত ছিলো। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৫ এর অনুষ্ঠান আয়োজন করেছেন চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় স্থানীয় ভক্ত পরিচালক বিপ্রশ্রেষ্ট নিমাই দাস (বিপুল কুমার সরকার)। স্থানীয় ভক্ত মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন কমিটি উত্তর রঞ্জন দেবনাথ, উজ্জ্বল অধিকারী, কার্তিক কর্মকার, কিশোর কুন্ডু, রণজিৎ কর্মকার, তাপস কর্মকার, জগবন্ধু সরকার, সুকুমার প্রভু, বিদু প্রভু, হরিদাস প্রভু, প্রণয় দত্ত, পলাশ সরকার, অজয় সরকার, অরবিন্দ সরকার, বিকাশ সরকার, পরান সেন প্রমুখ। সকল ভক্তের হাতে হাতে জগন্নাথ দেবের রশি (দড়ি), ভক্তরা জগন্নাথ দেবের দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করে জগন্নাথ দেবের নিয়ে চুয়াডাঙ্গা জেলা শহর পরিক্রমা করা হয়, জেলা শহর পরিক্রমা করে জগন্নাথ দেবের আবারও দৌলতদিয়া দক্ষিণ পাড়ায় নিয়ে আসা হয়, এবং সকল ভক্তের মাঝে দেয়া হয় জগন্নাথ দেবের মহা মহাপ্রসাদ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গার আকাশে আজ ভেসে উঠেছিল বাঁশির সুর, ঢাকের বাদ্য আর মন্দ্র ভক্তির মাধুর্য। চিরায়ত ঐতিহ্য ও ধর্মীয় শ্রদ্ধার নিপুণ আবেদনে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা-যেখানে রথ নয়, ফিরে আসে ঈশ্বর নিজ গৃহে, আর তার সাথে ফিরে আসে বিশ্বাসের শেকড়। আনন্দ-উৎসব আর বর্ণিল সাজে আলমডাঙ্গা আজ যেন প্রাণের শহর হয়ে উঠেছিল। ভক্তদের মঙ্গলকামনায় আয়োজিত এ উল্টো রথযাত্রা উৎসবের প্রধান আয়োজক ছিলেন পবন কুমার ভৌমিক। তিনি সভাপতির দায়িত্বে থেকে অনুষ্ঠানকে দেন নেতৃত্বের ছায়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, যুবদলের আহ্বায়ক সম্পাদক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, এসআই শতিল বিশ্বাসসহ আরও অনেকে। অনুষ্ঠানের রঙ ছড়ানো উপস্থাপনায় ছিলেন পরিমল কুমার ঘোষ কালু। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণ যোগান ডা. অমল কুমার বিশ্বাস, নিমাই রায়, হারান অধিকারী, বাপ্পী বিশ্বাস, বিপুল সাহা, তন্ময় দত্ত, উৎপল দত্ত, মদন সাহা, বরুন পান্ডে, সুশান্ত কুমারসহ অনেক ভক্ত। রথের চাকা ঘুরেছে, ঢাকের বাদ্য বেজেছে, আর হৃদয়ে জমেছে ঈশ্বরের আরাধনার সুর। এই উল্টো রথযাত্রা যেন হয়ে উঠেছে মানবতা, ঐতিহ্য ও ভক্তির এক অনুপম মিলনমেলা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More