কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগকর্মী বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সেনাবাহিনী, র্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুর রহমান ওরফে ঘ্যানা গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘ্যানা ক্যাডার হিসেবে এলাকায় সাধারণ মানুষের প্রতি অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়ন করেছে। গত বছর ৫ আগস্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকেন তিনি। চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় তারা বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সর্বশেষ গত ১জুন জামাল ইউনিয়নে বিএনপিকর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকা-ের এজাহারভুক্ত আসামি হওয়ায় ঘ্যানা পালিয়ে ছিলেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গত শুক্রবার রাতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.