কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক জোয়ারদারের রুহের মাগফিরাত কামনায় মিরপুর প্রেসক্লাবে স্মৃতিচারণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
কুষ্টিয়া প্রতিনিধি:৭ জানুয়ারি বুধবার ক্লাবের হরলমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মারফত আফ্রিদি। ক্লাবের সেক্রেটারি রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু ,সাবেক সেক্রেটারি মজিদ জোয়ারদার,সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ,কোষাধক্ষ হাফিজুর রহমান ,সদস্য আশরাফুল আলম হীরা ,মরহুমের একমাত্র পুত্র সুইট জোয়ারদার ,বড় ভাই আব্দুল হালিম জোয়ারদার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী অধ্যাপক আব্দুস সালাম। শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ কারী মাওলানা সুহাইল আহমেদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.