স্টাফ রিপোর্টার: ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা এবং আদালতে মামলা জট কমানোর লক্ষ্যে গঠিত গাংনী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা গতকাল সোমবার গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সন্ত্রীয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ওই কমিটির সভাপতি আনোয়ার হোসেন। তিনি ৯টি ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের তথ্য উত্থাপন করেন। তিনি বলেন, এ সময়ে মোট মামলা গ্রহণ করা হয়েছে ৭৩টি এবং নিষ্পত্তি করা হয়েছে ৬৪টি মামলা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, কাজীপুর ইউপির চেয়ারম্যান মুহা. আলম হুসাইন, বামন্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
পূর্ববর্তী পোস্ট
গাংনীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.