চুয়াডাঙ্গার চন্ডিপুরের বিএনপির লিফলেট বিতরণকালে মিলিমা বিশ্বাস বিএনপির নামে কোনো চাঁদাবাজি দখলবাজি করলে আমাকে জানাবেন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন বিএনপি উদ্যোগে তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের নির্ম্মিতে প্রচার প্রচারণা বিষয়কসভা অনুষ্ঠিত হয়েছে। গত পরশু রোববার বিকেলে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা ইসলাম বিশ^াস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নামে কোনো চাঁদাবাজি, দখলবাজি করলে আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সকল প্রকার সহযোগিতা করবো। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। তাদের বিএনপিতে কোনো স্থান হবে না। ৫ আগস্টের পর চুয়াডাঙ্গার বিএনপির নামধারী আওয়ামী লীগের দোষরদের মত অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। আমরা এটা হতে দিতে পারি না। আর আওয়ামী লীগের দোষরদের নিজের কাজে টেনে নিয়ে রমরমা চাঁদাবাজি, টেন্ডারবাজী করছে। তারেক রহমানের ৩১দফার মধ্যে নারি কর্তাদের মাঝে অর্থিক সহযোগিতা বিষয় রয়েছে। বেকার ভাতা দেয়াসহ ৩১ দফার মধ্যে দেশটা সুন্দর ভাবে চালানোর সকল উপকরণ রয়েছে। তিনি আরও বলেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবো। মানুষের সেবা করবো। কারো হুমকি ধামকিকে ভয় করি না। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে অন্যায় করেছে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা জালিম তা মানুষ বুঝে গেছে। আমার বাবা কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি আমিও করবো না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আহবায়ক কমিটির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম বাবুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি অওরঙ্গ জেব বেল্টু, মাহাববুল ইসলাম, আব্দুর সালাম, সেলিনা খাতুন, রেজাউল ইসলাম ছটি, জহুরুল ইসলাম, আরাফাত রহমান, সিয়াম হোসেন মুগ্ধ, জেলা ছাত্রদলে সহ-সভাপতি জিলাল হোসেন, সুজন আলী, আজিজুল হক, হাসিবুল ইসলাম, রিজন আহম্মেদ, বশির আহম্মেদ, মোমতাজ হোসেন, শাহিন আলী, পদ্মবিলা ইউনিয়ন কৃষদলের প্রচার সম্পাদক মিজানুর রহমান, জিহাদ হাসান, মিজবা শেখ, মিলন হোসেন, রাসেল হোসেন, আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More