ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের অতিপরিচিত মুখ সদর হাসপাতাল সড়কের নোভা ডায়াগনস্টিক সেন্টার ও সোহাগ ফার্মেসির সাবেক স্বত্বাধিকারী হাফেজ মামুনুর রশিদ সোহাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …রাজিউন। গতকাল বুধবার সকাল ৯টার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। হাফেজ মামুনুর রশিদ সোহাগ (৪২) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের হাজি মো. সোহরাব উদ্দিনের মেজ ছেলে। গতকালই বেলা ৩টায় শঙ্করচন্দ্র কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের নোভা ডায়াগনস্টিক সেন্টার ও সোহাগ ফার্মেসীর ব্যবসা করতেন। এ ছাড়াও তিনি সিএনটিভি ও সময়ের কাগজের সাংবাদিক হিসেবে কাজ করতেন। এলাকাবাসী জানিয়েছে সোহাগ একজন পরপোকারী মানুষ ছিলেন। এলাকার কোনো মানুষ অসুস্থ হলে সোহাগ তাদের পাশে দাঁড়াতেন। সোহাগ দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি রোগে ভুগছিলেন। ইতিমধ্যেই তার ২টি কিডনিই নষ্ট হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার সকাল ৯টার সময় ইন্তেকাল করেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেনসহ এলাকার শত শত ধর্মপ্রান মানুষ। মৃতকালে তিনি ২টি পুত্র সন্তান রেখে গেছেন।
পূর্ববর্তী পোস্ট
হাসিনার পতনের খবর ছড়ানোর পরও যাত্রাবাড়ীতে ৫২ জনকে হত্যা করে পুলিশ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.