স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পৌর কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা সঞ্চালনা করেন। সভায় জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আসলাম হোসেন অর্ক, সাংবাদিক শাহ আলম সনি এবং শহীদ জুলাই যোদ্ধা পরিবার ও আহতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএিলজি) শারমিন আক্তার , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাচিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, জেলা শিক্ষা অফিসর দিল আরা টৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য অফিসার শিল্পী মন্ডল, জুলাইযোদ্ধা শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, সারাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের বের করে দিয়েছে আন্দোলনে। আমাদের ধৈর্য্যশীল হতে হবে। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা বিচার কাজ করছে। জুলাই আন্দোলনের বিচার হবেই।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.