স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মজিবুল হক মালিক মজু ও চুয়াডাঙ্গার বিশিষ্ট্য বেতার শিল্পী আজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ জানায়, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য মজিবুল হক মালিক মজু একজন গুণিজন ছিলেন। রাজনীতির পাশাপাশি বই পড়া, সাহিত্য চর্চা ও উদ্বুদ্ধ করতে তিনি নানা ভূমিকা রেখেছেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এই জীবন সদস্যের মৃত্যুতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং চুয়াডাঙ্গার আরেক গুণিজন বিশিষ্ট্য বেতার শিল্পী আজহারুল ইসলাম। তিনি জেলার শিল্পী জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশ বেতারেও তার জনপ্রিয়তার ছিলো চুয়াডাঙ্গার সুনাম। তার মৃত্যুতে এ জেলার শিল্পী জগতে শোকের ছায়া নেমে এসছে। বিবৃতিতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহ-সভাপতি সরদার আলী হোসেন, সহ-সভাপতি মো. তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, সহ-সাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থসম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার শোক জানান। শোক বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের আত্মার শান্তি কামনা করেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.