জীবননগর ব্যুরোঃ জীবননগর উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকেল সাড়ে ৩ টার সময় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম জীবননগর উপজেলার দেহাটি গ্রামের দোসিমানা পাড়ায় অভিযান চালান। এ সময় ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামকে (৫০) গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা। পরে রফিকুল ইসলামের বাড়ি তল্লাশি করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.