হাসাদাহ প্রতিনিধি: অতি ভারি বৃষ্টিতে হাসাদাহ বাজারে মডেল কামিল মাদরাসা সংলগ্নে এক হাঁটুপানি জলাবদ্ধতায় রয়েছে। বৃষ্টি পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বেশকিছু দোকানপাট বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে জীবননগর অভিমুখী মডেল কামিল মাদরাসার সংলগ্ন বেশকিছু কাঠ ফাণিচার, হেয়ার কাটিং, কামার ও চায়ের দোকান রয়েছে। বর্ষাকাল এলে এসকল দোকানপাটের ব্যবসা বন্ধ হয়ে যায়। কামার ব্যবসায়ীক ষষ্ঠী বলেন, অতিভারি বৃষ্টি হওয়ায় এবারো আমাদের দোকানের ভিতরে এক হাঁটুপানি জলাবদ্ধতায় রয়েছে। ১০দিন দোকান বন্ধ রয়েছে। আমরা গরিব মানুষ কাজ করি তাই আমাদের পেট চলে। আমাদের দোকান ভাইদের পক্ষ থেকে একটা ড্রেন নির্মাণ করার দাবি জানায়। এ বিষয়ে হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস বলেন, হাসাদাহ বাজার মডেল কামিল মাদরাসা সামনে ডান দিক থেকে খালিশপুর অভিমুখী কাঠপট্টি শাহিনের চায়ের দোকান পর্যন্ত একটি ড্রেন নির্মাণ করা হলে ব্যবসায়ীকদের কষ্ট দূর হতো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.