জীবননগর ব্যুরো: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অজ্ঞান পার্টি দৌরাত্ম প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে জীবননগর থানা পুলিশ কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার হাসাদাহ বাসস্টান্ডে যাত্রীবাহি বাসে চলাচলকারী যাত্রী ও জনসাধারণকে সচেতনা করা হয়। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ^াস পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তিনি অজ্ঞান পার্টির সদস্য, প্রতারকচক্র, চাঁদাবাজ বা অতিরিক্ত হাসিল আদায়কারী সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানাতে বলেন। সচেতনতাকালে জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস সকলের উদ্দেশ্যে বলেন, পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে উঠবেন না। ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, অজ্ঞান পার্টির রোধে আপনারা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার খাবেন না। কেউ বাসে আপনার পাশে বসে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও তাদের পাতা ফাঁদে পা দেবেন না। তারা আপনাদেরকে কোন কিছু খাইয়ে অথবা নাকে কিছু শুকিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেবে। তাই অজ্ঞান পার্টি, মলম পার্টি বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, লাইসেন্সবিহীন, অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে দিবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেজন্য চালককে নির্দেশ দিবেন। বাসে অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না। যাত্রী পরিবহনে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না। আর এর ব্যতিক্রম হলে দোষীদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া বাসচালকদের উদ্দেশ্যে বলেন, বেপরোয়াভাবে ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করবেন না। ক্লান্তি বা অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। আঞ্চলিক সড়ক চলাচলের ক্ষেত্রে পুলিশের নির্দেশনা মেনে চলুন। আমরা আপনাদের সাথে আছি যে কোন পরিস্থিতিতে পুলিশ আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে। জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, জীবননগর বাস মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবুল, হাসাদাহ ক্যাম্প ইনচার্জ আহসান হাবিব প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে সীমান্তে বিজিবির পৃথক মাদক বিরোধী অভিযান কোটি টাকার হেরোইনসহ ভারতীয় আম ও মাদকদ্রব্য উদ্ধার
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.