জীবননগরে দুদকের রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিতর্কে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
জীবননগর ব্যুরো: দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে জীবননগরে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল সোমবার সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার আপ হয়েছে জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জীবননগর ফাজিল মাদরাসার শিক্ষার্থী সানিম মাসউদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার আহমেদ। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহিনুর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানা ও দৈনিক চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক শেখ আব্দুল আজিজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্কুল বিতর্ক প্রতিযোগিতায় শহরের ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও জীবননগর ফাজিল মাদরাসা। বিতর্কে ফাইনালে ওঠে জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ের ওপর বিতর্ক করে সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার আপ হয়েছে জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। সরকারি বালিকা বিদ্যালয়ের বিতর্ক দলের দলনেতা রানিম তারাননুম, জান্নাত জিনিয়া ঐশী ও রেহনুমা কবির হুমা চ্যাম্পিয়ন ট্রফি ও মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিত দলনেতা তারিফ তাহসীন, শাফিয়া নওশীন ও সাদিক মাহমুদ রানার আপ ট্রফি প্রধান অতিথির হাত থেকে রানার আপ ট্রফি গ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। বিচারক প্যানেলে ছিলেন উথলী কলেজের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তারেক ও দুদকের সহকারী পরিচালক কাওছার আহমেদ। বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহিবুল ইসলাম মুকুল। নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটেছে শীর্ষক রচনা প্রতিযোগিতা ২য় হয়েছে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সায়েদ সাবিদ ও জীবননগর ফাজিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ ফিরোজ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.