জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ

জীবননগর ব্যুরো: জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে জীবননগর কৃষি অফিসের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫১ টি পরিবারের মাঝে সবজি বাগান তৈরির এই উপকরণ বিতরণ করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় সারাবছর সবজি চাষের করার জন্য প্রতিটি পরিবারে ২১ জাতের সবজি বীজ, ৬ টি করে ফলের চারা, ১ টি বীজ সংরক্ষণ পাত্র, দেড় শতক জমি ঘেরার জন্য নেট, সুতোলী, ১ টি করে ঝাঝরিসহ জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের বসতবাড়ির আঙ্গিনাসহ প্রতিটি পতিত জমিতে সবজি ও ফলমূল চাষের ব্যবস্থা করতে হবে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের পারিবারিক স্বচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রকল্প হতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রান্তিক পর্যায়ের চাষিরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More