জীবননগর অফিস:জীবননগর প্রাইড প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। শীতের ঐতিহ্যবাহী খাবার ও গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
পিঠা উৎসবে ছিল নানা ধরনের শীতকালীন পিঠা-পুলি। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতই, পুলি পিঠাসহ রকমারি সব খাবারের সমাহার ছিল এই উৎসবে। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার সঙ্গে বিনোদনের সমন্বয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশেও সহায়ক।
দিনব্যাপী এই শীতকালীন পিঠা উৎসব ঘিরে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.