জীবননগরে বিএনপি নেতা ডাবলুর জন্য দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী বাবু খান, মৃত্যুর আগে ‘ডাবলু হত্যার’ বিচার দেখে যেতে চান বড় ভাই কাজল
জীবননগর অফিস:সেনা হেফাজতে নিহত জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আছরের নামাজের পর জীবননগর পৌর কেন্দ্র ঈদগাহ ময়দানে জীবননগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। ডাবলুর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা সবাই বলতে পছন্দ করি। নিজেকে জাহির করতে পছন্দ করি। তবে শামসুজ্জামান ডাবলু কথা বলতেন কম। শুনতেন বেশি। যেটা বলতেন সেই সিদ্ধান্তে অটল থাকতেন।
দোয়া মাহফিলে শামসুজ্জামান ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, আমরা যেন আমার ছোট ভাইয়ের হত্যার বিচার দেখে যেতে পারি। আপনারা সেই ব্যবস্থা করেন। আমরা সঠিক বিচার চাই।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোকলেছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ। সভা উপস্থাপন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.