জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্প, রাজাপুর বিওপি ও নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা মাদক বিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার পৃথক এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হেরোইন ও মদ এবং যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সময় উদ্ধার হয়েছে প্রায় এক হাজার কেজি ভারতীয় আম। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উথলী বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল টিম সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে মাহতাব উদ্দিনের মেহগুণি বাগানের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আসামিবিহীন অবস্থায় এক কেজি ১৯১ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়। গত রোববার বিকেল ৫টায় রাজাপুর বিওপির নায়েব সুবেদার ভুঁইয়া ইকবাল হোসেন সঙ্গীয় টহল পার্টি নিয়ে সীমান্তের মানিকপুর গ্রামের সমির হোসেনের পেয়ারা বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার শহর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল টিম শিংনগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ ও ৪শ’ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল পার্টি গ্রামের মাইনুল হোসেনের আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯৫০ কেজি ভারতীয় আমসহ ৪টি ক্যারেট ও একটি পাওয়ার ট্রিলার উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক সাইফুল ইসলাম ভারতীয় আমসহ হেরোইন, মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে পরকীয়া প্রেম : দুই দিনেও খোঁজ মেলেনি বাসার-রোকেয়ার
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.