জীবননগর ব্যুরো: জীবননগর পৌর যুবদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সদস্য সচিব মেনির হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনার, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি যথাক্রমে হাসানুজ্জামান হাসান, সহ-সভাপতি সুজন খন্দকার, সহ-সভাপতি মো. হিজবুল্লা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক ইকবাল হাসান চাঁদ, জীবননগর পৌর যুবদলের সদস্য মো. আক্তারুজ্জামান, সদস্য আব্দুল গাফফার, উজ্জ্বল হোসেন ও জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। পৌর বিএনপির সদস্য গোলাম হোসেন, জাহিদ হোসেন, সোহাগ হোসেন বাবু, সলেমান, মশিয়ার রহমান, রাশেদুল ইসলাম, মো: রয়েল, মো: শিলন, মো: রাশিদুল, মো: আলি, মো: জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন, মো: ছামাউল, মো: রফিকুল, জহুরুল ইসলাম মিঠু, আব্দুল হাকিম, মিনাজুল, ইয়াদুল, মতিয়ার রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আলোচনাসভায় বক্তারা বলেন, জীবনগর পৌর যুবদলকে একত্র করা খুবই গুরুত্বপূর্ণ। বক্তাগণ বলেন স্বৈরাচার সরকারের স্থান এই দেশে আর কোন দিন হতে দেওয়া হবেনা। দুর্নীতি-চাঁদাবাজী যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তারা আরো বলেন, যারা আওয়ামী লীগকে সেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতারা নির্যাতিত হয়েছে বা এখোনো হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.