জুলাই পুনর্জাগরণে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দেশপ্রেম ও ঐতিহ্যের সুরে মুখরিত ডিসি সাহিত্য মঞ্চ
স্টাফ রিপোর্টার: জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় গতকাল অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মূর্ত হয়ে উঠলো বাংলার গৌরবগাঁথা ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও দেশপ্রেম। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সকালে ডিসি সাহিত্য মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপচে পড়া দর্শক সমাগম দেখা যায়। আবহমান বাংলার গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে স্থানীয় শিল্পীরা তুলে ধরেন বাঙালির সংগ্রাম, আত্মত্যাগ এবং সাহসিকতার ইতিহাস। নানা বয়সের মানুষ এই আয়োজন উপভোগ করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) মাকসুরা জান্নাত, সহকারী পরিচালক মো. আবু তালেব, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জাসাস চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব (সেলিম) এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে শহিদ শহরিয়ার শুভ ও শহিদ মাসুদ রানার পরিবারের সদস্যদের উপস্থিতি পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে। অংশগ্রহণ করেন আহত মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরাও। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রোতা-দর্শকের চোখে জল আসে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, যিনি তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন হাসনা জাহান খুশবু, তামান্না খাতুন, মাহফুজ হোসেনসহ জেলার প্রতিভাবান শিল্পীরা। এছাড়া চুয়াডাঙ্গা জেলা শিশু পরিবার ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এই আয়োজন শুধু বিনোদনের নয়-বরং জাতির আত্মত্যাগ, স্বাধীনতা সংগ্রাম এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার এক মূল্যবান প্রয়াস হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকরা জানান, এমন অনুষ্ঠান ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.