ঝিনাইদহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে গতকাল রোববার সকালে ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড.এম এ মজিদ। পরে জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ ও তাদের আকাঙ্খা বাস্তবায়নে জুলাই বিপ্লবকে বুকে ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহনসহ অন্যান্য নেতাকর্মীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.