দর্শনা অফিস: দর্শনা পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত টিপুকে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুর দুটোর দিকে দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার এবং এ এস আই শামিনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান বাসস্ট্যান্ডপাড়ায়। পুলিশ ওইপাড়ার থেকে আব্দুর গাফ্ফারের ছেলে টিপু সুলতানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত টিপুর কাছ থেকে পুলিশ উদ্ধার করে ৩ পিচ ইয়াবা ট্যাবলেট। টিপুকে দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কেএইচ তাসফিজুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক কেএইচ তাসফিকুর রহমান গ্রেফতারকৃত টিপু সুলতানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.