দামুড়হুদার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ১জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান।
বিশেষ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার উজিরপুরের লক্ষীগাড়ী মাঠে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমির মাটি সংগ্রহপূর্বক স্তূপকৃত অবস্থায় রাখায় স্কাই ইটভাটার ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ ০২ জানুয়ারি এ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল। এ সময় তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.