দামুড়হুদার নাটুদায় বিরতিহীন বৃষ্টিতে মাঠঘাট প্লাবিত : ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটে জনজীবনে দুর্ভোগ
নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ও আশপাশের গ্রামে দিনভর বিরতিহীন বৃষ্টিতে জনজীবনে নেমে চরম দুর্ভোগ নেমে এসেছে। গতকাল বুধবার সকাল থেকে লাগাতার বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়ে পড়েছে,ঘরবন্দী হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে গ্রামের বিভিন্ন সড়ক ও চলাচলের পথ কাদায় একাকার হয়ে গেছে। গৃহপালিত পশু খামারিরা চরম বিপাকে পড়েছেন। ফলে ঘাসপাতা সংগ্রহ করতেও বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই ভেজা শরীরে দূরদূরান্তে ঘাস কাটতে বাধ্য হচ্ছেন। বেসরকারি চাকরিজীবী শাহিন ও ইমরান হাসান বলেন,দিনভর বৃষ্টিতে অফিসে যেতে দেরি হচ্ছে। এখন বেলা ১১টা বাজলেও কর্মস্থলে পৌঁছাতে পারিনি। এতে করে কাজেরও ব্যাঘাত ঘটছে। চন্দ্রবাস দিল্লি পাড়ার শরিফ ও লাভলু জানান,বৃষ্টির পানিতে অনেক রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। গ্রামের মানুষ মিলে কষ্ট লাঘবের জন্য ইট দিয়ে হেঁটে চলার ব্যবস্থা করছে। স্কুলগামী শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। স্থানীয়দের দাবি, যেসব গুরুত্বপূর্ণ জায়গাতে পানিবদ্ধ হয়ে আছে সে সব স্থানে পানি নিস্কাশন ও সংস্কার ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.