দামুড়হুদার সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে বিজিবির অভিযান প্রায় ৯ কেজি দানাদার রূপাসহ মোটরসাইকেল উদ্ধার
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বিজিবি। এছাড়া জব্দ করা হয়েছে চোরাকারবারির ফেলে যাওয়া একটি মোটরসাইকেল। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী। দুপুরে বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন খবরে জানতে পারেন, চোরাকারবারীরা জেলার দামুড়হুদা উপজেলার অন্তর্গত জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতে রূপো পাচার করবে। এরপর অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক তারই নেতৃত্বে বিজিবি’র একটি সশস্ত্র দল সীমান্তের প্রধান খুঁটি ৯৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড় নামক স্থানে এদিন ভোর সাড়ে ৫টায় অবস্থান নেয়। ওই সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি’র টহলদল তাদেরকে থামার জন্য বললেও তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে তারা মোটরসাইকেলটি ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। টহলদল চোরাকারবারির ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে। জব্দ করা মোটরসাইকেলটি তল্লাশী করে তার ভিতরে লুকিয়ে রাখা ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় দানাদার রূপো উদ্ধার করা হয়। উদ্ধরকরা রূপসহ মোটরসাইকেলটির আনুমানিক তালিকা মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। এ বাপারে নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরী করে জব্দকরা ভারতীয় দানাদার রূপোগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে বলে তিনি জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.