দামুড়হুদা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ও বড় দুধপাতিলা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। দলীয় প্যাডে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ঠ অভিযোগে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না। তাকে বিএনপির সকল কার্যক্রম হতে বিরত থাকাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের তার সাথে দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু বলেন, বিএনপি একটি বিহত রাজনৈতিক দল। এ দলে শৃঙ্খলা ভঙ্গকারী কোনো নেতা, কর্মী বা ব্যক্তির ঠাঁই নেই। যদি কেউ দলীয় পদ, পদবী ব্যবহার করে শৃঙ্খলা ভঙ্গসহ অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.