মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি বিশেষ অভিযানে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টার এ অভিযানে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা বাগানপাড়ার তাহাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশে মনিরুল (পিতা-চাঁদ আলী) এর আমবাগানের দক্ষিণ-পশ্চিম কোণে একটি বোরিংয়ের পাশ থেকে হেরোইনের এই চালান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামি হলেন-সদর উপজেলার দক্ষিণ শালিকা ফিল্ড পাড়ার মৃত মাতম আলীর ছেলে আবুল বাছাদ (৩৬), একই এলাকার মৃত খেদের আলীর ছেলে ইকরামুল হক (৪৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.