মেহেরপুরে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে মানববন্ধন

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মকবুল হোসেন বিরুদ্ধে “পরের বাড়ি দখলে রাখার” সংবাদ প্রকাশ করায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এমএএস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের সাংবাদিকরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রফিকুল আলম, মুজাহিদ মুন্না, হারুনুর রশিদ রবি, ডিএম মুকিদ ও মিজানুর রহমান।

মানববন্ধনে মাহাবুব চান্দুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুল হক পোলন, দিলরুবা খাতুন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান, কামারুজ্জামান খান, আকতারুজ্জামান, মাসুদ রানা, হাসান মুস্তাফিজুর রহমান, মর্তুজা ফারুক রুপক, শাকিল রেজা, মুহম্মদ মহসীন, সাব্বির হোসেন, রাশেদ খান, মেহেরাব হোসেন, সিরাজদৌলা পাভেল, হাসনাত জামান সৈকত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলে সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতেই পারেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করতে পারেন না। সব জায়গায় ক্ষমতা দেখাতে হয় না। আইনটি পাস হওয়ার পর প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীলরা বলেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার হবে না। কিন্তু আমরা গভির উদ্বেগের সহিত লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানের মতো মেহেরপুরেও সাংবাদিকদের এ আইনে মামলার সম্মুখিন হতে হচ্ছে।

প্রসঙ্গত, মেহেরপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মকবুল হোসেন বিরুদ্ধে পরের বাড়ি দখলে রাখার সংবাদ প্রকাশ করায় সংক্ষুব্ধ হয়ে তার ভাগ্নে সবুজ হোসেন গত ১৩ মে এ মামলা দায়ের করেন। গত ১১ মে ‘গাংনীর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের কা-’ “২৬ বছর ধরে দখলে রেখেছেন পরের বাড়ি” শিরোনামে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রিন্ট ভার্সনের পাশাপাশি ওই দিন অনলাইন ভার্সনেও প্রকাশ পায়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More