স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত এলাকা কাজিপুর গোলাম বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর গ্রামের গোলাম বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আবু শামা’র ছেলে সাদ্দাম হোসেনকে হেলমেট না থাকায় ২০১৮ এর ৪৯ এর ১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, একই উপজেলার আল্লারদর্গা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জিৎকে বৈধ কাগজপত্র না থাকায় ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে উজ্জল হোসেনকে ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদ্দাম হোসেন। এ সময় কাজিপুর বিজিবিসহ গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
পূর্ববর্তী পোস্ট
গাংনীতে ৩ হাজার ৬৬০ কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.