উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবিলা নূর। এমন হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে শোকের মাতম। এ মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান বিনোদন জগতের তারকারাও।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।
যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.