অগ্রণী ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা অঞ্চলের (চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা) ২০২৫ সালের ব্যবসায়ীক অগ্রগতি পর্যালোচনা ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোছা. নূরুন্নাহার পরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়। সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইমাদ উদ্দিন, অগ্রণী ব্যাংক (ইসলামী ব্যাংকিং উইন্ডো)। এ সময় চুয়াডাঙ্গা শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক আবু আহসান হাবীবসহ এ অঞ্চলের ১৬টি শাখা ও একটি ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকগণ নিজ নিজ শাখার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ অঞ্চলের ৭টি শাখা শ্রেণিভুক্ত ঋণমুক্ত (সিএল) হওয়ায় প্রধান অতিথি সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণকে অভিনন্দন জানান এবং অন্যান্য শাখা ব্যবস্থাপককে তাদের শাখাকে শ্রেণিভুক্ত ঋণমুক্ত করতে আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More