অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারন মানুষকে এগিয়ে আসার অহ্বান

কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে গতকাল বুধবার দুপুর ১ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা  হয়েছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আয়োজন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্টর সভপতিত্বে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আবু রাসেল (  দামুড়হুদা সার্কেল) দামুড়হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার– এই স্লোগান সামনে রেখে পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকা থেকে সকল প্রকারের মাদক, জঙ্গী, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাসসহ সকল প্রকারের অন্যায় দূর্নীতি নিমূর্লে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল এ সময় সকল অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা আমাদের সাহায্য না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারন সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, তথ্য ও প্রযুক্তি গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা লুৎফর রহমান, শওকত আলি, রেজাউল করিম মিন্টু, নাসির উদ্দিন, রবিউল হোসেন সুকলাল, ইউপি সদস্য আব্দুল হাকিম, মুকুল মোল্লা, মন্টু, ইয়াসমিন খাতুন, মনিরুজ্জামান বিশ্বাস মনি, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, ভগু, আসলাম উদ্দিন, রহিমা খাতুন , বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, সাধারন সম্পাদক মিঠু বিশ্বাস,কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাংবাদিক অরণ্য আতিক, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্নসম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগনেতা আশরাফুজ্জামান রনি, বিল্লাল হোসেন,সিজার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা বিশ্বাস, ছাত্রলীগনেতা তুহিন আক্তার, প্রিন্স সাজ্জাদ, বক্কর, অক্সফোর্ড টেকনোলজির পরিচালক বনি ইয়ামিন,
সাংবাদিক শিমুল রেজা, এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই রওশন আলী।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল।
এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More