অবশেষে ১৭দিন পর নিখোঁজ থাকা কোটচাঁদপুরের তিন যুবক ফিরে আসলো বাড়িতে

 

ঝিনাইদহ প্রতিনিধি: হঠাৎ করেই ১৭দিন পর নিখোঁজ ৩ যুবক বাড়ি ফিরেছেন। এদের প্রত্যেকের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড় বামনদহ গ্রামে। পরিবার জানান, ২০ মার্চ এশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয় ওই তিন যুবক। তারপর থেকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। ওই ৩ যুবক পারভেজ হোসেন (২২) রাব্বি (২০) ও রিয়াজ হোসেন (২৮) গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তারা নিজেদের বাড়ি ফিরেছেন। নিখোঁজ থাকা রাব্বি জানান, বন্ধু রিয়াজ আমাকে বেশ কয়েক দিন ধরে তাবলীগ জামায়াতে যাওয়া কথা বলেন। হঠাৎ করেই ২০ মার্চ সন্ধ্যার পারে বলে এখনই যেতে হবে। তবে ফোন রেখে যেতে বলেন। আর খরচের টাকা নিতে বলেন তখন আমি বাড়ি থেকে ২১ হাজার টাকা নিয়ে ফোন রেখে আমরা ওই রাতে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশনে যায় ট্রেন থেকে নামার পর একজন আমাদের নিয়ে যান হাজি ক্যাম্পের পাশের একটা রুমে। বেশ কয়েকদিন ওই রুমের মধ্যেই থাকি নামাজ কালাম পড়ি। এরপর আমাদের আর ভাল লাগছিলো না ওখানে। মনে হচ্ছিলো তারা আমাদের দিয়ে দেশ বিরোধী কোনো কর্মকা- করাবে। ওখান থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়। আর বাড়ির দিকে চাপাচাপি চলছিল পুলিশের। কাছে টাকা না থাকায় বাড়িতে ফিরে আসি। রিয়াজ ও পারভেজকে বাড়িতে না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে কথা হয় পারভেজের পিতা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, রিয়াজ আমার ছেলেসহ দুই জনকে নিয়ে যান তাবলিক করতে। আজ ভোরে বাড়িতে ফিরে আসেন রিয়াজ এসে শ্বশুরবাড়িতে গিয়েছে ফিরে আসলে তাকে নিয়ে থানায় যাবো। তবে যাবার প্রকৃত কারণ এখনও কেউ বলেনি। এ ব্যাপারে মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চিত কুমার বিশ্বাস বলেন, নিখোঁজ হওয়া ৩ যুবক ফিরে এসেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ওই তিন যুবকদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More