অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না

চুয়াডাঙ্গার বড়শলুয়ায় মাটি কেটে বিক্রির ঘটনাস্থল পরিদর্শনকালে ইউএনও

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার বড়শলুয়ায় নদীর পাড় কেটে বিক্রি করাকে নিয়ে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামকে নিয়ে পরিদর্শন করেন। এ সময় তিতুদহ হুলিয়ামারীতে অবৈধভাবে চিত্রা নদী থেকে বালু উত্তোলনের স্পটে গিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ বিনষ্ট ও ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেন। এ সময় ইউএনও শামীম ভূইয়া বলেন, সদর উপজেলার মধ্যে কেউ বালু বা মাটি বিক্রি করলে আপনারা আমার নাম্বারে অথবা জরুরি সেবা ৯৯৯ কল দিবেন। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। বালু ও মাটি উত্তোলনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। আপনাদের অসুবিধা সম্পর্কে আমাদের অবহিত করবেন। এরা দেশ জাতির শত্রু। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আবাদি জমির ক্ষতি করছে। সর্বপরি জনগণকে সচেতন হতে হবে। তথ্য দাতাদের নাম ও পরিচয় গোপন রেখে আমরা অভিযান পরিচালনা করবো। কিছুদিন পূর্বে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেনো না ঘটে। আমার উপজেলায় অভিযোগ দিলে অভিযুক্তদের ছাড় দেবো না। এ সময় তিনি বড়শলুয়ায় নদীর পাড় বিনষ্ট করার বিষয়ে হুশিয়ারী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে উপস্থিত স্থানীয় জনতারা বলেন, বালু ও মাটি উত্তোলনকারীরা অত্যন্ত প্রভাবশালী ও খারাপ প্রকৃতির। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আয়নাল হক, তিতুদহ ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, স্থানীয় ইউপি সদস্য রিপন আলী লস্করসহ গ্রামপুলিশ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More