মহেশপুর প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি’র পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে ৬ জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির অপর এক অভিযানে দুপুর ১টার দিকে আরও ৪ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, ‘‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হবে।’
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.