আগামীকাল জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, আগামী বুধবার আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেব। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য আবু বকর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপ্টন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইস মোস্তফা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয়ে ঘন্টাব্যাপী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক সভানেত্রী ছালমা জাহান পারুল, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান মালিথা, সম্পাদক আব্দুর রহিম। দামুড়হুদা উপজেলা যুবদলনেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, ওহিদুজ্জামান, আজুবালা, আলেফ খাঁ, আব্দুল হান্নান, হাবু কল্লা, রফিক, ভুট্টু, মতি, আবুল হাশেম, শামসুজ্জোহা পলাশ, জামাল মোল্লা, কবির, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইকরামুল হোসেন, সদস্য সচিব, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, জাহিদ, আলম, রফিকুল এরশাদ, জলিল। উপজেলা যুবদলনেতা কুতুব উদ্দীন, জহিরুল ইসলাম রিপন, ফিরোজ হাসান মন্টু, জনি, সেলিম, রানা, ডলার, লিটন, মনজুর কাদির, মতিন, সাইদুর, তারিকুল, শরিফুল, ছাত্রদল নেতা আফজালুর রহমান সবুজ, এমডিকে সুলতান, ইনজামুল, রহিম, ইব্রাহিম, ভুট্টু, সজিব, ফিরোজ, আসিফ, সোহান, শামীম, মিঠুন, মামুন, সন্টুসহ শতাধিক নেতাকর্মীবৃন্দ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা প্রদানের দাবিতে জীবননগরে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা বিএনপিরর অফিসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি হতে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ অসুস্থ বিএনপি নেত্রীর বিদেশে নিয়ে চিকিৎসা সেবা গ্রহণের দাবী জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে জীবননগর থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলীর সভাপতিত্বে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা তাজুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, থানা যুবদল নেতা আবুল হোসেন তোয়া, আব্দুল হামিদ, ইউনুছ আলী, আব্দুস সালাম, পৌর যুবদল আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর হযরত আলী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মো. আবু তালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন ও যুগ্নআহ্বায়ক সাইফুল ইসলাম। এ ছাড়াও থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিনাজুল ইসলাম, সরোয়ার হোসেন, রানা, আলতাব হোসেন, হাসানুজ্জামান চঞ্চল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, আনোয়ার হোসেন, মিঠু, ইউনুছ আলী, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম, সাহাবুদ্দিন, সাইদুর রহমান বাবু, সাইদুল রহমান, ডালিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নাজমুস সবুর, নবাব, আল সাহিন, আল মামুন বক্তব্য রাখেন। থানা যুবদল সদস্য বকুল, মামুন, নাজমুস, আলম, শামীম, হাসান, সোহেল, শাহিন, আমান, আতিয়ার, সনোয়ার, বিল্লাল, হায়দার, হাফিজুর, শামিম, জিহাদ, ইকবাল, হারেজ, আবু সাঈদ, আতিয়ার, ইয়াদুল, মিনা, সাগর, মহাব্বত, মামুন, মুরাদ, উজ্জল, রাসেল, শাকিল, হৃদয় ও শিপন এসময় উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন ও আনছার-উল হক। সমাবেশ পরিচালনা করেন সাবেক ভিপি ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে মাসুদ অরুন বলেন, দেশে ভয়াবহ সংকট এড়াতে হলে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More