আলমডাঙ্গায় গভীর রাতে ঘরে ঢুকে নারীকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণের চেইন লুট

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে গভীর রাতে ঘরে ঢুকে রুলিমা বেগম (৫০) নামের এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণের চেইন লুটের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০অক্টোবর) মধ্যরাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত রুলিমা বেগম খাদিমপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী। এ ঘটনার পরই আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত রুলিমা বেগমের মেয়ে জামায় বলেন, ঠান্ডাজনিত কারণে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজন পাশাপাশি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে আমার শাশুড়ি রুমে দূর্বত্তরা এসে তার মুখ চেপে ধরেন। পরে চিৎকার করলে তার মাথায় ২-৩ বার ধারাল অস্ত্র দিয়ে কোপ দিয়ে গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি। এছাড়া কোন নগত অর্থ নিতে পারেনি। মামলা করার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আহত রুলিমা বেগমের প্রাথমিক চিকিৎসা প্রদান করা কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বকাল শেষ হওয়ায় ঘটনার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ওসি মাসুদুর রহমান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাথায় গুরুতর আঘাত ঘটিয়ে স্বর্ণের চেইন চুরির বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। মেইন দরজা খোলা ছিল, স্বামী-স্ত্রী পাশাপাশি রুমে ঘুমাচ্ছিলেন। এটি পরিকল্পিত নাকি চুরি করতে এসে হামলা, সবদিক বিবেচনা করে তদন্ত চলছে। অতিদ্রুত অপরাধীকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো। ভুক্তভোগীদেরকে মামলা করার জন্য বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More