আলমডাঙ্গার গোবিন্দপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথের পরলোক গমন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন্দ্র নাথ চৌধুরী পরলোক গমণ করেছেন। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে তিনি ভারতের কল্যাণী হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের ধীরেন্দ্র নাথ চৌধুরী একচন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। সর্বশেষ ডামোস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত গুনি একজন শিক্ষক। অবসরের পর তিনি দীর্ঘদিন বয়সজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৫ দিন আগে তিনি চিকিৎসার জন্য ভারতে গমণ করেন। সেখানে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে ডাক্তার তাকে গভীর পর্যবেক্ষণে রাখেন। এরই এক পর্যায়ে বুধবার রাতে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে জামাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে স্বজনরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
ছবি: ধীরেনদ্রনাথ

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More