স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা জামজামী ইউনিয়ন ওলামাদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জামজামী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। মো. তোফাজ্জেল হোসেনকে আহ্বায়ক ও মো. ইমরান হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ওমর আলী, মো. খাজা আব্দুল্লাহ ও মো. বিল্লাল হোসেনকে যগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়াও সদস্য হিসাবে মো. মেহেদী হাসান, মো. মতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. আমিরুল ইসলাম সদস্য নির্বাচিত হয়। জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসান মো. শাফী। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম-আহ্বায়ক মো. আবু হুরায়রা, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. শাহ কলম, যুগ্ম আহ্বায়ক মো. হামিদুর রহমান, মো. আল মামুন হোসেন, মো. রাজা হোসেন প্রমুখ। অনুষ্ঠান-সঞ্চালনায় ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. পলাশ আহমেদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.