আলমডাঙ্গায় ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন ও তালিকা প্রস্তুতের জন্য আলোচনাসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা  নির্বাহী অফিসারের অফিসকক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থান সমূহের তালিকা প্রস্তুতের জন্য আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,  বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা জজ কোর্টের জিপি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, মুক্তিযোদ্ধা আলহাজ নুর মোহাম্মদ জকু। উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অগ্নিসেনা ময়নদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক থানা কমান্ডার আবুল কাসেম মাস্টার, খোসদেল আলম, আব্দুল মালেক, বেল্টু, শোয়েব আলী, ইসমাঈল হোসেন, মনিন্দ্রনাথ দত্ত প্রমুখ। আলোচনাসভায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণের জন্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য সেখানে জণসাধারনের সমস্যা হবে না (যেমন খাস/দান/ অধিগ্রহণ/ প্রতিষ্ঠানের জমি ইত্যাদি উৎস হতে পাওয়া যাবে) সেই প্রস্তাবকৃত জায়গায় সর্বনি¤œ ৫৫’-০” ী ৪০-০” অথবা ৫০’-০” ী ৭০’-০” পাওয়া যাবে সেই সকল স্থানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মাণে জন্য ওই সকল স্থানের তালিকা, ছবি ও কাগজপত্র আগামী ২০ তারিখের মধ্যে উপজেলা প্রকৌশলী কার্যলয়ে জমা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়। পরে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী সকলকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে ও রেজিস্ট্রি অফিসের পেছনের জায়গায় পরির্দশন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More