আল মাহমুদের সাহিত্যচর্চায় নিমগ্ন পাঠাগারে মননশীল বিকেল

আলমডাঙ্গা ব্যুরো: বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি আল মাহমুদের জীবন ও সাহিত্য নিয়ে আলমডাঙ্গার নিমগ্ন পাঠাগারে অনুষ্ঠিত হলো এক অন্তরঙ্গ আলোচনাসভা ও কবিতা পাঠের আয়োজন। গত পরশু শুক্রবার বাদ আছর আলমডাঙ্গা শহরের আনন্দধাম মহল্লায় পাঠাগার কক্ষে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে সাহিত্যানুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি কাজল আহমেদ। কবি আল মাহমুদের কবিতাপাঠে অংশ নেন তরুণ কবি ও আবৃত্তিকার রাশেদ কিরণ, তামিম হোসেন, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, নাদিউজ্জামান রিজভী, ইসমাইল হোসেন, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তাওহিদ খান, আফনাব হোসেন নাহিয়ান, শারজিল হাসান এবং নূরে সিফাত তানিম। অনুষ্ঠানে ইমদাদুল হকের কবিতা ‘আল মাহমুদের প্রতি’ আবৃত্তি করেন ইলিয়াস আব্দুল্লাহ। স্বরচিত কবিতা পাঠে আবেগ ছড়িয়ে দেন রাশেদ কিরণ। আলোচনায় অংশ নিয়ে ইমদাদুল হক বলেন, ‘আল মাহমুদ শুধু একজন কবি নন, তিনি আমাদের জাতীয় আত্মার ভাষ্যকার। তার কাব্য আমাদের কৃষিভিত্তিক শেকড়, প্রেম, প্রতিবাদ ও সংগ্রামের দলিল।’ সাহিত্য বিশ্লেষণে যুক্ত হন তামিম হোসেন, নাদিউজ্জামান রিজভী ও আবু বকর সিদ্দিক। তারা আল মাহমুদের গদ্য ও পদ্যের সমাজ-সচেতন মাত্রা, ধর্ম-নান্দনিক ব্যঞ্জনা ও ভাষাশৈলীর ওপর আলোকপাত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More