উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নুরুন্নবী সভাপতি বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
বিশেষ প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩৪ জনই গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে এম নুরুন্নবী এবং সাধারণ সম্পাদক পদে বখতিয়ার হোসেন বকুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান মিল্টন গতকাল সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন। সভাপতি পদে এম নুরুন্নবী পেয়েছেন ২৬ ভোট এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুজ্জোহা পলাশ পেয়েছেন ৭ ভোট। সাধারণ স¤পাদক পদে বখতিয়ার হোসেন বকুল পেয়েছেন ২১ ভোট। প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী হাবিবুর রহমান হবি ও তানজির ফয়সাল পেয়েছেন ৬ ভোট করে ১২ ভোট। সিনিয়র সহসভাপতি পদে মোজাম্মেল শিশির ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিরাজুল ইসলাম মিরাজ পেয়েছেন ১৩ ভোট। সহসভাপতি পদে শরীফ উদ্দিন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন পেয়েছেন ১০ ভোট। দফতর সম্পাদক পদে আব্দুল লতিফ মাস্টার ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোকনুজ্জামান রোকন পেয়েছেন ৮ ভোট। এ ছাড়া অর্থ সম্পাদক পদে শমশের আলী, যুগ্মসম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব, সহ-সম্পাদক পদে শরিফ রতন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালেকিন মিয়া সাগর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাজিদ হাসান সোহাগ, ক্রীড়া সম্পাদক পদে বিল্লাল হোসেন ও কার্যকরী সদস্য পদে আহাদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ১৭ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১টি মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থীরা। এরমধ্যে জমা পড়ে ২০টি। যথাযথ যাচাই-বাছাই শেষে ১টি মনোনয়ন পত্র বাতিল হয়। আর ভোট বাতিল বলে গণ্য হয়েছে ৩টি। শুধু সাধারণ সম্পাদক পদের জন্য ৩ জন প্রার্থী ছাড়া অন্যান্য পদে ২জন করে কেবল ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন প্রার্থী। গত শনিবার এ প্রেসক্লাবের এক সাধারণ সভায় ৩৪জন সদস্যের মধ্যে ৩১জন সদস্যের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে গঠিত ৩ সদস্য বিশিষ্ট্য গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. আসাদুজ্জানান মিল্টন, সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুর রহমান মুকুল ও সাংবাদিক আব্দুস সালাম। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশ। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন এবং এপিপি অ্যাড. মাসুদুর রহমান রানা ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More