উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আব্দুস সামাদ বাবলু সভাপতি ও কামরুল হক রনি সম্পাদক

আলমডাঙ্গা ব্যুরো: উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বাধিক ভোটে আব্দুস সামাদ বাবলু সভাপতি এবং কামরুল হক রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সেলিম হোসেন সহ-সভাপতি, ক্রীড়া সম্পাদক পদে এনায়েত হোসেন সাবু নির্বাচিত হন।

জানা গেছে, আলমডাঙ্গার গার্মেন্টস সমিতির নির্বাচন গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এবারের ভোটার সংখ্যা ছিলো ১৭১; তার মধ্যে ১৬৩ ভোট পোল হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা হাজি মোহাম্মদ গোলাম রহমান সিনজুল বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীক নিয়ে মো. আব্দুস সামাদ বাবলু। তিনি ৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খন্দকার গোলাম আজম বিটু চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুল হক রনি ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দীন বাবলু চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট। সহ-সভাপতি পদে মাছ প্রতীক নিয়ে সেলিম হোসেন ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিপন আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ এনায়েত হোসেন সাবু মই প্রতীক নিয়ে ৮৫  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বকুল পানির বোতল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ ভোট। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে রুবেল হোসেন,  সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হোসেন, কোষাধ্যক্ষ পদে শফিউল আলম মিলন হোসেন, প্রচার সম্পাদক পদে আলম হোসেন, ধর্মীয় সম্পাদক পদে রবিউল ইসলাম। ৪জন কার্যকরী সদস্য হলেন খন্দকার রকিবুল ইসলাম রিয়েল, আকরাম হোসেন, মহসিন আলী ও অপু বিশ্বাস ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকার সিরাজুল ইসলাম, ব্যাংকার মনিরুজ্জামান, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি হাজি মো. গোলাম রহমান সিঞ্জুল। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কাশেম টুকু। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, গার্মেন্টস মালিক সমিতির বিদায়ী সভাপতি সৈয়দ সাজিদুল হক মুনি, বণিক সমিতির যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন ক্যাপ। আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আমিনুর রহমান ও মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More