এমপি হাজি আলী আজগার টগরের সাথে উথলী বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরের সাথে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সদস্য, শিক্ষক এবং বিদ্যালয়ের শুভাকাক্সক্ষীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার দুপুরে সংসদ সদস্যের দর্শনার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ, ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কার, শিক্ষার্থীদের জন্য সাইকেলস্ট্যান্ড নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সর্বশেষ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দেয়ায় সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানানো হয়। এ সময় সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর শিক্ষকদের কাছে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মানের ব্যাপারে খোঁজখবর নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ করাসহ শিক্ষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন। এছাড়া তিনি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. লুৎফর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শ্রী সরজিৎ কুমার কর্মকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক মকসেদুল হাসান, কাদিমুল এহসান, জামাল উদ্দিন, আব্দুস শুকুর, সামছুন নাহার, সাইফুল আলম, হাফিজুর রহমান, ইব্রাহিম আলম, রকিবুল ইসলাম কলম, আনারুল ইসলাম প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More