করোনার মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়া করতে বাড়িতে বসে মায়ের পাহারায় অর্ধবার্ষিক পরীক্ষার আয়োজন

আমঝুপি প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দেয়ায় সরকারি সতর্কতামূলক ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে ও সামাজিক দূরত্বে রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ৩ মাসের বেশি সময় বন্ধ আছে। মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি কর্তৃক পরিচালিত তৃণমুল মডেল একাডেমি একটি সতন্ত্র, ব্যতিক্রম ধর্মী ও গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমঝুৃপি, বারাদী, ও পিরোজপুরে ৩টি একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরকারি ঘোষণা অনুযায়ী সকল প্রতিষ্ঠানের পাশাপাশি তৃণমুল মডেল একাডেমিগুলো বন্ধ থাকলেও একাডেমির শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী বাড়িতে বসে শিক্ষার পদ্ধতি তৈরী করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত আছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশাদুজ্জামান সেলিম জানান, একাডেমি বন্ধ থাকলেও প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীকে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এসএমএস, অনলাইন ও জুম পদ্ধতিতে পাঠদান চালিয়ে নেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের বাড়িতে বসে মায়ের পাহারায় অর্ধবার্ষিকী পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করে অদ্য ২১ জুন তা শুরু করা হয়। এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের পূর্ব থেকে পরীক্ষা নেয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা আছে। সকল স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা সম্পন্ন শেষে, শিক্ষকগণ ওই উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষার মূল্যায়ন করবেন। করোনাকালীন সময়ে ছাত্র-ছাত্রীরা নিজ বাড়িতে থেকে, তাদের বাড়িতে যাতে করে বই পুস্তুকের সাথে সময় পার করতে পারে, তাই একাডেমির পক্ষ থেকে প্রতিদিন ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সাথে সিলেবাস অনুযায়ী পাঠদানসহ তাদের শারীরিক ও মানুসিক উন্নয়নে যোগাযোগ অব্যাহত রয়েছে। তৃণমূল মডেল একাডেমি এ ধরনের নব উদ্ভাবিত পাঠদান কৌশল ও পরীক্ষা নেয়ায় অভিভাবকগণ একাডেমি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More