করোনা মুক্ত হয়েই রাজপথে জনতার কাতারে ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

দীর্ঘ ১৪ দিন করোনার বিরুদ্ধে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সময়কালে বিশ্রাম নেওয়ার কথা থাকলেও মেয়র সাইদুল করিম মিন্টু একবিন্দুও বসে নেই। সবসময় ঝিনাইদহের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বৃহস্পতিবার হঠাৎ করেই রাজপথে সশরীরে উপস্থিত তিনি। মেয়র সাইদুল করিম মিন্টু করোনা জয় করে রাজপথে জনতার কাতারে আবারও ফিরে সকলের সাথে কথা বলেন। মেয়র সাইদুল করিম মিন্টু বলেন,আমাকে যারা ভালবাসে-আমি আমার থেকেও তাদের কে বেশি ভালবাসি, আর জনগণ আমার প্রান।আপনারা আমার জন্য মসজিদে মন্দিরে যে যার ধর্মের উপরে আমার জন্য দোয়া প্রার্থনা করছেন এবং এখনো করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়াই আমি ভালো হয়ে এসেছি এবং আগামীতেও ভাল থাকবো এবং আগের মত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাত্র কয়েক টা দিন আমাকে ঘরবন্দী হতে হয়েছিল। কিন্তু মনটা কখনো ভালো ছিল না। শুধু আপনাদের জন্য। আপনারা এখনোও অসচেতন ভাবে চলা ফিরা করছেন। প্রয়োজন ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন তাও আবার মাস্ক বাদে। আমি কয়েক টা দিন না-থাকার কারণেই আবার আপনারা এলোমেলো হয়ে গেছেন। আমি আগেও বলেছি, ঈদের থেকে আপনার পরিবারের একজনের জীবন বড়। তাই আপনাদের মাঝে নতুন জীবন পেয়ে উপস্থিত হতেপেরে আবারও অনুরোধ করে বলছি নতুন কাপড় ছাড়ায় ঈদ করেন। এজন্যই বলেছি- আমি ঠিক দেশ ঠিক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More