কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার লকডাউন ঘোষিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও সরকারি নির্দেশনা না মানায় ৭ জনকে ১১শ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কার্পাসডাঙ্গা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালান জেলা প্রশাসন কার্যলয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান। স্বাস্থ্যবিধি অমান্য ও মুখে মাস্ক পরিধান না করায় ৭ জনকে সর্বমোট ১১শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানের নেতৃত্বে বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় সচেতনামূলক প্রচারও চালান তিনি। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল ও পুলিশ সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More