কার্পাসডাঙ্গায় মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় এবং নজরুল চত্বর পরিদর্শন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের বীর সন্তানদের এই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ করতে হবে সকলকে। বর্তমানে এই ভবনের বিশেষ করে ৩য় তলাটি জরাজীর্ণের মত পড়ে রয়েছে। এ সময় তিনি এই ভবনের সংস্কারের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেন। মতবিনিময় শেষে অতিথিরা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ২য় তলার ওয়াশ রুমে অনেকগুলো ঘুমের সিরাপের খালি বোতল পড়ে থাকতে দেখে গেছে। তাছাড়া ভবণের তয় তলার সকল গ্লাস ভেঙে গেছে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৫৬ হাজার ২৮০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্স ভবনের ওয়াশরুমে ঘুমের ওষুধের খালি বোতল পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। দ্রুত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য নতুন করে ঢেলে সাজানো হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. খালিদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছের উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, সমাজসেবা অফিসার সাঈদ হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা শওকত আলীসহ সকল ইউপি সদস্যবৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, নুর ইসলাম, তমছের আলী, মশিউর রহমান, আজাদ আলী, আব্দুর রহমান, হাসেম উদ্দিন, পির মোহাম্মদ, কামাল উদ্দিন, পিজির উদ্দিন, আব্দুল মান্নান, জামাত আলী, আলা উদ্দিন, ইসমাইল হোসেন, নুরুল হক, মোলাম হোসেন, বাবর আলী।

এরপর বেলার ১২টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চত্বর পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More