কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ২৭তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে কার্পাসডাঙ্গা বাজার জামে মসজিদে উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন মুফতি রফিকুল ইসলাম সিরাজী। উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাও. ওমর ফারুক, মুফতি আব্দুস সবুর সাহেব, মাও. জিয়াউর রহমান, হাফেজ নূর হুসাইন, হাফেজ আব্দুল জাব্বার, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ আব্দুর রহমান, হাফেজ শামসুজ্জোহা, হাফেজ আবু শাহমা, হাফেজ ইজাজ আহম্মেদ, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ। বিচারকের দায়িত্বে ছিলেন হাফেজ মো. বায়েজিদ, হাফেজ মাও. মো. ইয়াকুব, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ ইব্রাহিম হোসেন, হাফেজ মাসুম বিল্লাহ, হাফেজ মাও. আকরাম হুছাইন। এর আগে সকাল ১০টায় বাজার জামে মসজিদে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। উল্লেখ্য দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকদের সম্মানে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পিঠা উৎসবের আয়োজন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ