স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এতে করে তিনজন আহত হয়েছে। ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ছুটে আসেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির। ঘটনাস্থলে এসে তিনি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ঘটনাস্থল শান্ত করেন। জানা গেছে, বয়রা গ্রামের কলিম উদ্দীনের ছেলে আশরাফ গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের ফারুক ও সামসুল হুদা গংদের সাথে। কলিম উদ্দীনের ছেলে বক্কর জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আমরা আমাদের জমিতে ধান রোপণ করেছিলাম। পরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের বখতিয়ারের ছেলে সাইমুম, আবুলের ছেলে সোরাবদ্দী, ইসলাম ঘোলার ছেলে বখতিয়ার, রহিম বকশোর ছেলে জাদু, ফারুকের ছেলে ইমরান, হারুনের ছেলে মিঠুন, আনুর ছেলে কবির, কাদুর ছেলে রাসেল, আমদ আলীর ছেলে মোহাব মিলে বখতিয়ারের বাড়ির সামনে আমাদের লোকজন রাজ্জাকের ছেলে মধু, শুকুর আলী, মিন্টু, কলিম উদ্দীনের ছেলে আশরাফকে বেধড়ক মারপিট করে আহত করে ও গাড়িসহ মোবাইল ভাঙচুর করে। আমরা তাদের দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তারা আমাদের মারধর ও করেছে আবার জোরপূর্বক জমি ছিনিয়ে নিতে চাই। এ সময় তিনি আরো জানান ফারুক ও সামসুল হুদা গং দীর্ঘবছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জমিটি জোর পূর্বক দখলের চেষ্টাসহ নানান ভাবে ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দিয়ে আসছে। তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করে এসেছে। এ বিষয়ে জানতে মিঠুন ও সোহরাব গং এর লোকজনের সাথে কথা বললে তারা জমিটি তাদের নিজেদের দাবী করে বলেন জমি আমাদের সব কাগজপত্র আমাদের রয়েছে। এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সাথে কথা বললে তিনি জানান মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে ও ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক দুইজন আসামিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.