কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরন প্রকল্পে ‘জমি অধিগ্রহন’ করা হলেও জমির মূল্য বুঝে না পাওয়ায় মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জমির মালিকরা। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার মল্লিকনগরে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, ২০২১ সালে আমাদের জমি অধিগ্রহণ করা হলেও এখানো আমরা একটি টাকাও পায়নি। অথচ রাস্তার কাজ চলামান। আমাদের নায্য পাওনা টাকা অবিলম্বে দিতে হবে। ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের নামে এ কেমন আচরণ ? ৪ বছরে অধিগ্রহণ করা জমির টাকা আজও আমরা পেলাম না। দু’এক দিনের মধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবো। সে সময় মানববন্ধনে অংশ নেয়া আরও ভুক্তভোগীরা দ্রুত জমির মূল্য পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ করে বলেন, পাওনা অর্থ দিতে বিলম্ব হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালে ঝিনাইদহ থেকে যশোর শহর পর্যন্ত ৪৭ কিলোমিটার ৬ লেন রাস্তার জন্য ৩০৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ৪ বছর আগে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.