কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনা কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের এরশাদ মোল্লা ৫জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ থেকে জানা গেছে, ঝনঝনিয়া গ্রামের আয়নাল ও তার দুই ছেলে মাসুম ও আরজ এবং একই গ্রামের মৃত আতর আলীর ছেলে দুলাল (৪৫) ও রাজ্জাকের ছেলে আমিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের এরশাদ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তার বড় ছেলে রমজান মোল্লাকে আহত করে। ঘটনার সময় হামলা ঠেকাতে ছোট ছেলে উজ্বল, পুত্রবধূ লাকি ও আসমা এবং এরশাদ মোল্লার স্ত্রী আনজুয়ারা, এগিয়ে আসলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। ঘটনার ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More